আজাদ মিজিঃ আওয়ামী রাজনীতির ক্লান্তিহীন সেবক, নোয়াখালীর আওয়ামী রাজনীতির প্রাণ পুরুষ, সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্যাহর জানাযায় জনতার ঢল নেমেছে।
আজ সন্ধ্যা ৭ঘটিকার সময় উপজেলার মদন মোহন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বর্ষীয়ান এই আওয়ামী রাজনীতিবিদের ১ম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযায় অংশগ্রহন করেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরন, চৌমুহনী পৌরসভার মেয়র আলহাজ্ব খালেদ সাইফুল্ল্যাহ ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খাঁন সোহেলসহ আওয়ামী রাজনীতির বিভিন্ন অঙ্গ ,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব ছাড়াও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ জানাযায় অংশগ্রহন করেন।
বঙ্গবন্ধুর কালোমানিক খ্যাত বর্ষীয়ান এই রাজনীতিবিদ দীর্ঘদিন থেকে হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। এছাড়াও তিনি সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন বাসায় থেকেই চিকিৎসা গ্রহন করেন। গত ৯তারিখে উনার করোনা রিপোর্ট নেগেটিভ আসেন।
অবেশেষে আজ দুপুর ১২টার দিকে তিনি মারাত্মক ভাবে অসুস্থ্য হয়ে পড়লে উন্নত চিকিৎসা জন্য ঢাকায় নেয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস করেন- ইন্নান ইল্লাহি ওয়া ইন্নান ইল্লাহে রাজেউন।
মৃত্যকালে তিনি দুই স্ত্রী, দুই ছেলে জনি, জিদান, এক মেয়ে তুলিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply