চাটখিল প্রতিনিধিঃ
চাটখিল উপজেলায় জীবিতদের মধ্য সবছেয়ে বয়োজেষ্ঠ নারী সামছেয়ারা বেগমের ১শ ১৫ তম জন্মদিন পালন করা অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে। তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং যুদ্ধকালীন সময়ের কমান্ডার গাজী মাসহীয়ুর রহমানের মাতা।
শুক্রবার উপজেলার খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগর গ্রামে দিনব্যাপী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফারুক। প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা মুজিব বাহিনীর প্রধান ও সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত। বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম সাকী এবং নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
কেক কাটা স্মৃতী চারন, প্রীতি ভোজ সহ নানা কর্মসুচীর মাধ্যমে শেষ হয় জন্মদিনের অনুষ্ঠানটির।
Leave a Reply